নারীদের ভাগ্য বদলে দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম

নারীদের ভাগ্য বদলে দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম

Other

বাংলাদেশে নারীদের ভাগ্য বদলে দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম। দেশি পণ্যগুলো নানাদেশে পৌঁছে দেয়ার পাশাপাশি ঘরে বসে ছোট্ট পরিসরে শুরু করা ব্যবসা ধীরে ধীরে কর্মসংস্থান করছে গ্রামীণ জনপদেরও। এমনই বদলে যাওয়া ই-কমার্স ব্যবসায়ী নারীদের গল্প জানাচ্ছেন রিশাদ হাসান।

নুসরাত আক্তার লোপা।

ছোটবেলায় হতে চাইতেন চিকিৎসক। পারিবারিক সীমাবদ্ধতা আর শিক্ষাজীবনে বিয়ে সবমিলিয়ে সেই স্বপ্ন তোলাই থাকলো।

এরপর ডিজিটাল মার্কেটিংয়ের প্রশিক্ষণ নিতে গিয়ে বদলে যায় জীবনের লক্ষ্য। হয়ে ওঠেন উদ্যোক্তা।

তৈরি করেন ই-কমার্স প্রতিষ্ঠান হুর নুসরাত। যেখানে দেশিয় শাড়ির ক্রেতা সাড়ে নয় লাখের বেশি।

আফরোজা চৈতির গল্পটা একটু ভিন্ন। করোনা যখন সারা বিশ্বকে স্থবির করে দিলো। তখন তার চোখ ছিলো গ্রামীণ জনপদে।


যে কারণে দোয়া কবুল হয় না

দুনিয়ার শ্রেষ্ঠ ‌জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত

দুনিয়ার শ্রেষ্ঠ ‌`জুমার’ দিনে যা করবেন

প্রতিদিন সকালে যে দোয়া পড়তেন বিশ্বনবি


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দেশিয় নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য উদ্যোগ নেন ই-কমার্স ব্যবসার। নিজ প্রতিষ্ঠান অপরাজিতাকে ঘিরে নিজের ভাগ্য বদলের পাশাপাশি তিনি ভাগ্য বদলাচ্ছেন আরও অন্তত ১৫টি গ্রামীণ পরিবারের।

এমন নুরসাত-চৈতির মত অনেকেই ফেসবুক-ইউটিবের মত সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে গড়ে তুলেছেন ছোটবড় ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান।

প্রতিদিন আমাদের ঘরের দুয়ারে যারা পৌঁছে দিচ্ছেন তাদের পরিশ্রম আর যত্নে গড়া প্রতিষ্ঠানের পণ্য। যা নারীদের অগ্রগতির পাশাপাশি প্রত্যক্ষ বা পরোক্ষোভাবে অবদান রাখছে দেশের অর্থনীতিতেও।

news24bd.tv/আয়শা