শচীনপুত্র বলেই কি দলে জায়গা? কি বলছেন কোচ

শচীনপুত্র বলেই কি দলে জায়গা? কি বলছেন কোচ

অনলাইন ডেস্ক

আগে থেকেই সবাই ধারণা করেছিলেন শচীনপুত্র অর্জুনকে কিনবে মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামেও সেটাই দেখা গেল। সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করে, শচীনপুত্র বলেই কি অর্জুন তেন্ডুলকরকে কিনল মুম্বাই?

তবে শচীনপুত্র জন্যে নয়, অর্জুনকে নেয়া হয়েছে তার প্রতিভার জন্যই এমন দাবিই মুম্বাই কোচ মাহেলা জয়বর্ধনের। শচীনের নাম ওর পিছনে রয়েছে ঠিকই, তবে অর্জুনের সুবিধা সে একজন বোলার, ব্যাটসম্যান নয়।

আমার মনে হয় শচীন খুব গর্ব বোধ করবে অর্জুনের মতো বল করতে পারলে।

অর্জুনের ওপর বিশ্বাস রাখছেন জাহির খানও। গত আইপিএলে মুম্বাইয়ের নেটে বল করেছিলেন অর্জুন। খুব কাছ থেকে বাঁহাতি পেসার অর্জুনকে দেখার সুযোগ হয়েছিল জাহিরের।

তিনি বলেন, “ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি নেটে। অর্জুন খুব পরিশ্রমি। শেখার ইচ্ছে ওর মধ্যে প্রচণ্ড। এ বারের আইপিএল থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকবে ওর। ”

আরও পড়ুন:


একরাম-নিজাম হাজারীরা আমাকে হত্যা চেষ্টা করছে: কাদের মির্জা

টিকা নেওয়ার ষষ্ঠ দিনে করোনা আক্রান্ত কিবরিয়া

৮৬ কেজি থেকে ওজন কমিয়ে যেভাবে ফিট হলেন পরিনীতি

কবিরহাটে পূর্বশত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দুর্বৃত্তদের


অর্জুন বলেন, “ছোটবেলা থেকেই আমি মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্ত। দলের সকলকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য। নীল, সোনালি জার্সি পরতে মুখিয়ে রয়েছি। ”

২০০৮ সালে শচীন ছিলেন মুম্বইয়ের তারকা ক্রিকেটার। এখনও মুম্বই দলের পরামর্শদাতা হিসেবে দেখা যায় শচীনকে। তাই স্বজনপ্রিতীর গন্ধ পাচ্ছেন অনেকেই।

news24bd.tv আহমেদ