খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে ‘লুটেরা রুখো স্বদেশ বাঁচাও’আন্দোলনের শোক

খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে ‘লুটেরা রুখো স্বদেশ বাঁচাও’আন্দোলনের শোক

Other

বিশিষ্ট ব্যাংকার এবং বাংলাদেশের আর্থিকখাত বিশেষজ্ঞ খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে কানাডাভিত্তিক অর্থ পাচার ও লুটেরা বিরোধী আন্দোলন- ‘লুটেরা রুখো স্বদেশ বাঁচাও’গভীর শোক প্রকাশ করছে।  

বাংলাদেশের আর্থিকখাতের অনাচার, দুরাচার নিয়ে যে কয়জন স্বোচ্চার ছিলেন তার মধ্যে খোন্দকার ইব্রাহিম খালেদ অন্যতম। ঋণখেলাপীদের বিরুদ্ধে, ব্যাংকিং খাতের সুশাসনের পক্ষে, শেয়ারবাজারের কারসাজির বিরুদ্ধে ও অর্থপাচারের বিরুদ্ধে তিনি ছিলেন অকুতোভয় যোদ্ধা।  


যে শর্ত মানলে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবে আইএইএ

যে সূরা নিয়মিত পাঠ করলে কখনই দরিদ্রতা স্পর্শ করবে না

বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চেয়ে যুক্তরাষ্ট্রকে আবারও অনুরোধ

নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল


খোন্দকার ইব্রাহিম খালেদ ছিলেন অর্থ পাচার ও লুটেরা বিরোধী সত্যবচনে আপসহীন।

‘লুটেরা রুখো স্বদেশ বাঁচাও’ তাঁকে ও তাঁর ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

news24bd.tv আয়শা