ম্যারাডোনার মৃত্যুর খবর এতো দিনেও জানেন না গুরু বিলার্দো

ম্যারাডোনার মৃত্যুর খবর এতো দিনেও জানেন না গুরু বিলার্দো

অনলাইন ডেস্ক

ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবর এখনো জানেন না গুরু বিলার্দো। ম্যারাডোনা ছিলেন বিলার্দোর প্রিয় শিষ্যদের একজন। সেভিয়া, বোকা জুনিয়র্স থেকে আর্জেন্টিনা জাতীয় দল - গুরু বিলার্দোর অধীনে খেলেছেন ম্যারাডোনা। বিলার্দোও ম্যারাডোনাকে নিয়ে গর্বিত  ছিলেন।

অনেক স্মৃতিময় ছবি, ঘটনা ও আনন্দের সময় কাটিয়েছেন দুজনে।

কিন্তু এতো কাছের শিষ্যের সম্পর্কে কেন জানেন না বিলার্দো? মূলত ৮৩ বছর বয়সী আর্জেন্টাইন কোচকে ইচ্ছে করেই ম্যারাডোনার মৃত্যুর খবর জানানো হয়নি। এর কারণ হলো- বার্ধক্যে জনিত কারণে অনেক দিন ধরেই রোগে ভুগছেন আর্জেন্টিনার সাবেক এই কোচ। এ অবস্থায় তার প্রিয় মানুষের মৃত্যুর খবর দিয়ে বিলার্দোর জীবন ঝুঁকিতে ফেলতে চায়নি পরিবার।

এ মৃত্যুর খবর সইতে না পেরে তার যদি কিছু হয়ে যায়!

এখন অন্য অনেক জায়গার মতোই দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে আর্জেন্টিনার ক্লাব ফুটবলের ম্যাচগুলো। তবে প্রায় প্রতিটি স্টেডিয়ামের গ্যালারিতেই ম্যারাডোনার ছবিসহ ব্যানার ঝোলানো থাকে।

আরও পড়ুন


বিলুপ্ত প্রজাতির মৃত নীলগাইটিকে রাখা হলো জাদুঘরে

বিসিএস পরীক্ষার্থী পৌনে ৫ লাখ, মানতে হবে যে ১১ নির্দেশনা

শেষ মুহূর্তে বিসিএস পরীক্ষা বন্ধ সম্ভব নয়: পিএসসি চেয়ারম্যান

মাওলানা মামুনুল হককে কটূক্তি: গ্রামবাসীর হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে র‌্যাব


এটা দেখে বিলার্দো কখনও কখনও তার পরিবারের সদস্যদের প্রশ্ন করেন, ‘আমি প্রচুর ম্যারাডোনার ব্যানার দেখছি। কী হয়েছে, কোনো সমস্যা?’ এ প্রসঙ্গটি ধরেই বিলার্দোর ভাই হোর্হে সম্প্রতি বলেন, কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যুর খবর জানেন না বিলার্দো।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর।

news24bd.tv আহমেদ