পরিবেশ বিপর্যয় রোধে জলবায়ু দূষণ কমানোর দাবি

পরিবেশ বিপর্যয় রোধে জলবায়ু দূষণ কমানোর দাবি

অনলাইন ডেস্ক

বড় বড় প্রকল্প ও বিশাল বিশাল অবকাঠামো নির্মাণ করলেই তাকে উন্নয়ন বলা যায় না। বন, নদী এবং পরিবেশ ধ্বংস করে যে উন্নয়ন, তা শেষ পর্যন্ত টেকসই হবে না। তা মানবসৃষ্ট বিপর্যয় ডেকে আনবে। আর এতে দরিদ্ররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

পরিবেশ বিপর্যয় নিয়ে বিশ্বের পরিবেশবিদরা বেশ সোচ্চার। এবার জার্মানির বন শহরে ‘ফ্রাইডেজ ফর ফিউচার’-এর অ্যাক্টিভিস্টরা ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন’-এর দাবি তুলেছেন।

news24bd.tv

মরিশাসের বিজ্ঞানী এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক অ্যাক্টিভিস্ট শামা সান্দুইয়া ‘ইয়ুথ স্ট্রাইক ফর ক্লাইমেট’ প্ল্যাকার্ড হাতে নেমে পড়েছিলেন মাসকারিন মালভূমির সায়া ডি মালহা ব্যাংকের পানিতে। পানির নীচে গিয়ে জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তোলেন তিনি।


সাংবাদিক শামসুল ইসলাম আর নেই

আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডের সময় ১০ নারী-পুরুষ আটক

চট্টগ্রামের পাহাড়ের মাটির নিচে পাওয়া গেল ১৯৪৭ সালের মর্টারশেল

অনুশীলনে হাজির সাকিব আল হাসান


সুইডেনের অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ ‘গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন ইন স্টকহোম’-এর অংশ হিসেবে পালন করেছেন ফ্রাইডেজ ফর ফিউচার।

সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে ‘ক্লিমাস্ট্রাইক শোয়াইৎস’-এর কর্মীদের রাস্তায় বসে পরিবেশ বিপর্যয় রুখতে জলবায়ু পরিবর্তন রোধের উদ্যোগ নেয়ার দাবি তুলছে। ছবিতে দুই কর্মীকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টায় পুলিশের দুই কর্মকর্তা।

news24bd.tv

দিল্লি সেক্রেটারিয়েট ভবনের সামনে আয়োজিত মিছিল থেকেও জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন রোধে দ্রুত পদক্ষেপের দাবি ওঠে। রাজধানী ম্যানিলার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সামনে নকল চেক হাতে নিয়ে কয়লা প্রকল্পে বিনিয়োগ বন্ধের দাবি তুলছেন এক পরিবেশকর্মী।  

জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের মাঠে সমবেত হন পরিবেশকর্মীরা। তাদের সেই ছবি ভাইরাল হয়েছে। বিশ্ব মিডিয়ায়ও স্থান পেয়েছে সেসব ছবি।  

news24bd.tv আয়শা