করোনার নতুন ধরণ কলকাতাসহ ভারতের ১০টি রাজ্যে

করোনার নতুন ধরণ কলকাতাসহ ভারতের ১০টি রাজ্যে

অনলাইন ডেস্ক

ভারতে করোনা ভাইরাসে ইতোমধ্যে দিশেহারা হয়ে পড়েছে। তার পর আবার করোনার নতুন একটি ধরন (ডাবল মিউট্যান্ট স্ট্রেন) সংক্রমিত হয়েছে কলকাতাসহ ভারতের ১০টি রাজ্যে। খবর আনন্দবাজারের।

প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, কর্নাটক, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোয় নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেছে।

যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার পেছনে শুধুমাত্র এ ধরণ কাজ করেছ, এমনটা বলা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন


ডেডিকেশন নিয়ে সংসার করেছি, কাজের জায়গাতেও একই রকম

জলবায়ু পরিবর্তন আইন করতে যাচ্ছে নিউজিল্যান্ড

ধর্মীয় একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান

পাঁচ দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট শুরুর ঘোষণা


প্রতিবেদনে আরও বলা হয়, করোনা ভাইরাসের দুটি ধরণ মিলে নতুন ধরণটির সৃষ্টি হয়েছে। ই৪৮৪কিউ ও এল৪২৪আর ভাইরাসের মিশ্রণে তৈরি হয়েছে তৃতীয় ধরণটি। দিল্লিতে করোনার ব্রিটেন ও নতুন এ ধরণটি যৌথভাবে সংক্রমণ ছড়াচ্ছে।

 

দেশের ১৮টি রাজ্যের ৭০ থেকে ৮০ জেলায় ব্রিটেনের করোনা স্ট্রেনের সন্ধান পাওয়া গেছে। সে তুলনায় দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের স্ট্রেন অপেক্ষাকৃত কম দেখা যাচ্ছে।

news24bd.tv / কামরুল