ভারতে দৈনিক করোনা সংক্রমণে আবার রেকর্ড, মৃত্যু ছাড়ালো ৩ হাজার

ভারতে দৈনিক করোনা সংক্রমণে আবার রেকর্ড, মৃত্যু ছাড়ালো ৩ হাজার

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক তিন হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের শুরু থেকে এই প্রথম তিন হাজারের বেশি দৈনিক মৃত্যুর ঘটনা ঘটল। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।

এছাড়া টানা সপ্তম দিনের মতো দেশটিতে তিন লাখের বেশি দৈনিক করোনাভাইরাস সংক্রমণের ঘটনা শনাক্ত করা হয়েছে।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে তিন লাখ ৬২ হাজার ৭৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।


আরও পড়ুনঃ


ভারতে ৭১ বছর পর কোন নারীর ফাঁসি!

ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ক্রুদের বিদায়ী সঙ্গীত (ভিডিও)

দোকানে খুচরা চুরি করে ধরা খেলেন দুই পাকিস্তানি কূটনীতিক!

দিল্লিতে করোনায় মৃতের সৎকার সংখ্যার সাথে সরকারি সংখ্যার হিসাবে গরমিল


ইউনিয়ন টেরিটরিসহ ১১টি রাজ্যে এদিন সর্বাধিক সংক্রমণের রেকর্ড হয়েছে। এর মধ্যে সর্বাধিক মহারাষ্ট্রে ৬৬ হাজার ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়। উত্তরপ্রদেশ, কেরালা ও কর্ণাটকে ৩০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়।

ভারতের সরকারি হিসাব অনুযায়ী, আজ বুধবার পর্যন্ত করোনায় মৃত্যু সংখ্যা দুই লাখ এক হাজার ১১৬ জনে ঠেকেছে।

news24bd.tv / নকিব