কানাডায় ইসলামোফোবিয়া নিয়ে যা বললেন ট্রুডো

কানাডায় ইসলামোফোবিয়া নিয়ে যা বললেন ট্রুডো

অনলাইন ডেস্ক

কানাডার ওন্টারিওতে একটি মুসলিম পরিবারের ওপর গাড়ি চালিয়ে ৪ জনকে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (৭ জুন) এই দুর্ঘটনা ঘটে। এতে শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ট্রুডো।

লন্ডনসহ দেশের সকল মুসলিম সম্প্রদায়ের সাথেই আছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, আমাদের সমাজে ইসলামোফোবিয়ার কোন জায়গা নেই। এই ঘটনা অত্যন্ত ঘৃণ্য এবং অগ্রহণযোগ্য। এটা অবশ্যই থামাতে হবে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, রাস্তা পার হওয়ার জন্য ওই মুসলিম পরিবারটি সড়কের পাশেই অপেক্ষা করছিলেন। এই সময় গাড়িটি তাঁদের ওপর চালিয়ে দেওয়া হয়। এতে পরিবারটির চারজন নিহত হন। এতে নিহত হয়েছেন ৭৪ ও ৪৪ বছর বয়সী ২ জন নারী।

এছাড়া নিহতদের মধ্যে ১৫ বছরের এক কিশোরী এবং ৪৬ বছরের এক ব্যক্তিও ছিলেন। এই ঘটনা থেকে কোন মতে বেঁচে ফিরেছে নয় বছর বয়সী এক শিশু।


আরও পড়ুন


ইসরাইলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ

হেফাজতের ৩৩ সদস্যের কমিটি ঘোষণা, যারা আছেন কমিটিতে

ইসরাইলি বন্দীদের অডিও ও ফুটেজ প্রচার করলো হামাস

কোন খবরকে ঘিরে আমরা যে মতামত দিই তা কি সাংবাদিকতা নয়?


পুলিশ জানায়, নাথানিয়াল ভেল্টম্যান নামের ওই হামলাকারীর বয়স ২০ বছর। পূর্বপরিকল্পিতভাবে তিনি এ হামলাটি চালিয়েছেন, যাকে হেইট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছেন অনেকে।

হামলার পর ঘটনাস্থল থেকেই নাথানিয়ালকে আটক করেছে কানাডিয়ান পুলিশ। তবে হামলাকারী কোন হেইট গুপের সদস্য কি না তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

news24bd.tv / নকিব