যত্নে রাখুন শাড়ি

যত্নে রাখুন শাড়ি

অনলাইন ডেস্ক

আপনার শখের শাড়ি অনেকদিন পর আলমারি থেকে বের করে দেখলেন পোকা কেটেছে বা ফেসে গেছে? সঠিকভাবে যত্নের অভাবে শাড়ি নষ্ট হয়ে যায়। তাই আলমারিতে শাড়ি তুলে রাখার আগে খেয়াল রাখতে হবে কিছু বিষয়- 

#গর্জিয়াস  শাড়িগুলো আলাদা সংরক্ষণ করুন। সম্ভব হলে এ ধরনের শাড়ি বক্সে রাখুন।

#দাগ লেগে যাওয়া শাড়ি সেভাবেই রেখে দেবেন না।

ভিনেগার, লেবুর রসের সাহায্যে দাগ উঠিয়ে ফেলুন।

#শা ইস্ত্রি করার সময় উপরে একটি কাপড় বিছিয়ে নিন। এছাড়া দেখে নেবেন যেন খুব বেশি তাপমাত্রা সেট করা না থাকে।

#সব ধরনের শাড়ি একইভাবে পরিষ্কার করবেন না।

সুতি শাড়ি ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে পারেন।
 
#জরি অথবা সিল্কের শাড়ি দুই মাসে একবার বের করে ভাঁজ বদলে রাখবেন।

# সুতি শাড়ি আয়রন করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।

news24bd.tv/এমিজান্নাত   

এই রকম আরও টপিক