খুলনা জেলা পরিষদের দরপত্রে অনিয়ম খতিয়ে দেখছে দুদক

খুলনা জেলা পরিষদের দরপত্রে অনিয়ম খতিয়ে দেখছে দুদক

Other

খুলনা জেলা পরিষদের এক কোটি ৩৫ লাখ টাকার উন্নয়ন কাজের দরপত্রের অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার অনিয়মের বিষয়ে ঠিকাদারদের অভিযোগ পাওয়ার পর দুদক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

জানা যায়, এক কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে খুলনায় শেখ জামাল টেনিস একাডেমির উন্নয়ন প্রকল্পের কাজে ১৩ জুন দরপত্র আহবান করে জেলা পরিষদ। মোট ১৭টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র সংগ্রহ করেন।

কিন্তু ২৮ জুন নির্ধারিত দিনে সমঝোতার মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠান দরপত্র জমা পড়ে। বাধার মুখে অনেক ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি।

এদিকে দরপত্র বাছাইয়ে প্রকল্প ব্যয়ের তুলনায় বেশি দর দেওয়ায় পাঁচটি দরপত্রের মধ্যে চারটিই বাতিল হয়ে গেছে। সাধারণ ঠিকাদাররা জানান, ইচ্ছাকৃতভাবে ওই চারটি দরপত্রে বেশি দর দেখিয়ে মূলত কাজটি ভাগাভাগি করা হয়েছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ১৭টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে পাঁচটি। দরপত্র মূল্যায়ন কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এদিকে সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় দরপত্র প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন সাধারণ ঠিকাদাররা। একই সাথে তারা দরপত্রে অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে দুদকে অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন:


কঠোর লকডাউনেও স্বাভাবিক মোংলা বন্দর

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চলে ৫০ শয্যার জনবল দিয়ে

বগুড়ায় করোনায় ১১জনের মৃত্যু, শনাক্ত ১০০


news24bd.tv / তৌহিদ