পেরুর হুয়াচিপা চিড়িয়াখানার শোভা বাড়াচ্ছে আট পেঙ্গুইন ছানা

অনলাইন ডেস্ক

পেরুর হুয়াচিপা চিড়িয়খানার অন্যতম আকর্ষণ এখন দুই মাস বয়সী আট পেঙ্গুইন ছানা। তাদের নানা কর্মকাণ্ড দেখতে প্রতিদিনই ভিড় করছে পশুপ্রেমীরা।  

আর এসব পেঙ্গুইনের সংখ্যা বাড়াতে, নানা পদক্ষেপ নিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পেরুর লিমা শহরের আটটি হাম্বোল্ট পেঙ্গুইন ছানা নজর কাড়ছে দর্শণার্থীদের।

দুই মাস বয়সী এসব পেঙ্গুইনকে দেখতে হুয়াচিপা চিড়িয়াখানায় ভিড় বাড়ছে। জুলাই মাসে জন্ম নেয়া পেঙ্গুইনগুলোর সারাদিনই কাটে খাঁচায়। ছোট ছোট পেঙ্গুইন দেখার মজাটা অন্যরকম। ওদের দেখলেই প্রশান্তি আসে।

বর্তমানে চিড়িয়াখানায় ৪২টি হাম্বোল্ট পেঙ্গুইন রয়েছে। পেরু হুয়াচিপা চিড়িয়াখানা তত্ত্বাবধায়ক ক্রিশ্চিয়ান এলিয়াস জানান, পৃথিবীর আলো দেখার অপেক্ষায় আছে আরও ছয়টি, অক্টোবরে ডিম ফুটলেই চিড়িয়াখানায় যোগ হবে নতুন সদস্য।

৪২ দিনের মধ্যেই বাকী ডিম ফুটে বাচ্চা বের হবে। আমরা হাম্বোলট প্রজাতির পেঙ্গুইনের সংখ্যা বাড়াতে কাজ করে যাচ্ছি। চিলি ও পেরুর উপকূলে বনাঞ্চলে বাস করে এসব পেঙ্গুইন।  

আরও পড়ুন:


পাঁচ বছরে বাংলাদেশকে ১২০০ কোটি ডলার দেবে এডিবি

লোহাগড়ায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

বিচারের কাঠগড়ায় অং সান সুচি

‘বিসমিল্লাহ’র ফজিলত


গবেষকরা বলছে, এই দুই দেশে আড়াই থেকে ১০ হাজার হাম্বোল্ট পেঙ্গুইন বাস করে, ১৫ থেকে ২০ বছরের বেশি বাঁচে না তারা।   

পেরুতে হাম্বোল্ট প্রজাতির পেঙ্গুইনের সংখ্যা আগের তুলনায় কমতে শুরু করেছে। তাই এগুলোর সুরক্ষা ও জন্ম বৃদ্ধিতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।

news24bd.tv নাজিম