অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা। আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

শুরুটা ভালোই করেছিলেন প্রোটিয়া ওপেনার টেম্বা বাভুমা। প্রথম ৫ বলেই দুটো চারসহ ১১ রান তোলেন তিনি।

কিন্তু দলীয় ১৩ রানের মাথায় গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে ১২ রান করে ড্রেসিংরুমে ফেরেন বাভুমা। এরপর ২ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন রসি ফন ডার ডুসেন।  

এরপর ডি কক ১২ বলে ৭ রানের মাথায় জস হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাউথ আফ্রিকা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে সাউথ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৫৯ রান।

ব্যাট হাতে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন মারখাম ও মিলার।  

আরও পড়ুন:

মূল পর্ব শুরুর আগেই দল ছাড়লেন জয়াবর্ধনে

যে ক্লাবের সদস্য হতেই লাগে দেড়শ' কোটি টাকা

মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা নিহত

জাপানী নারীদের দীর্ঘ যৌবনলাভের গোপন রহস্য


এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একবারই মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালে শ্রীলঙ্কার মাটিতে হওয়া সেই আসরে প্রোটিয়াদের ৮ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

news24bd.tv/ নকিব