দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করল ভারত

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করল ভারত

অনলাইন ডেস্ক

সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে ভারত। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডেরার্স স্টেডিয়ামে ৮ উইকেটে স্বাগতিকদের হারিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১৭ রান তাড়ায় নেমে ৩৩.২ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

আজ রোববার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে যেন ভুলই করেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম।

মাত্র ২৭.২ ওভারে ১১৬ রান তুলতেই থামে প্রোটিয়াদের রানের চাকা। ঘরের মাঠে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রান এটি। এর আগে ২০১৮ সালে ভারতের বিপক্ষেই ১১৮ রানে গুটিয়ে গিয়েছিল দলটি।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংসে প্রথম আঘাত হানেন অর্শদীপ সিং।

ইনিংসের দ্বিতীয় ওভারে টানা দুই বলে ফেরান রিজা হেনড্রিকস ও রেসি ফন ডার ডুসেনকে। তৃতীয় উইকেটে এইডেন মার্করামকে নিয়ে শুরুর এই ধাক্কা কিছুটা হলেও সামলে নেন টনি ডি জর্জি। অর্শদীপের তৃতীয় শিকার হয়ে জর্জি যখন আউট হন, দক্ষিণ আফ্রিকার রান ৪২। কিন্তু দশম ওভারের শেষ বল আর এগারতম ওভারের প্রথম দুই বল, টানা তিন বলে উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ড চেহারা হয় ৬ উইকেটে ৫২ রানে! এই ৬ উইকেটে চারটিই অর্শদীপের, দুটি আবেশের। অর্শদীপ পরে তুলে নেন আন্দিলে ফিওকায়োর উইকেটও।

ব্যাটিং বিপর্যয়ে পড়া দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি আসে ফিওকায়োর ব্যাট থেকেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান জর্জির। অর্শদীপ ৫ উইকেট নেন ১০ ওভারে ৩৭ রান দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পাঁচ উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় তিনি। ডানহাতি পেসার আভেশ নেন ৮ ওভারে ২৭ রানে নেন ৪ উইকেট, যা ষষ্ঠ ওয়ানডে খেলতে নামা এই পেসারের ক্যারিয়ারসেরা।

অর্শদীপ-আভশের দুর্দান্ত বোলিংয়ের পর ভারতকে জয় পেতে বেগ পেতে হয়নি অভিষিক্ত সাই সুদর্শন ও শ্রেয়াস আইয়ারের কল্যাণে। দুজনেই তুলে নেন ফিফটি। রুতুরাজ গায়কোয়াড় ৫ রান করে ভিয়ান মুলডারের বলে ফিরলেও এ দুজন ৮৮ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের প্রান্তে। পরে ৫২ রান করে আইয়ার ফিরলেও তিলক বর্মাকে নিয়ে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন সুদর্শন। ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি।

news24bd.tv/SHS