জাপানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বাড়লো

সংগৃহীত ছবি

জাপানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বাড়লো

অনলাইন ডেস্ক

জাপানে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত আটজন নিহত হয়েছে। ভূকম্পনের আঘাতে বাড়িঘর ধসে পড়েছে এবং এর পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়।

তবে বিকেলের পরে সুনামি সতর্কতা নামিয়ে দেয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ উচ্চ ভূমিতে চলে যাচ্ছে।

যাদের বেশিরভাগ গতরাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আশ্রয় গ্রহণকারীদের খাবার, পানি এবং কম্বল সরবরাহ করছে জাপানি সামরিক বাহিনী।

জাপানের ভূমিকম্পের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

রোববার জাপানের মধ্যাঞ্চলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এতে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলবর্তী নোটো অঞ্চলের মানুষজনকে এলাকা খালি করতে বলা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক