নির্বিচারে মা ইলিশ নিধন

খোকন কর্মকার

সরকারি নিষেধাজ্ঞার পরও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে চলছে নির্বিচারে মা ইলিশ নিধন। বিশেষ করে চরাঞ্চলের জেলেরা খুব বেশি বেপরোয়া।

মা ইলিশ রক্ষায় স্থানীয় বিভিন্ন দপ্তরের তৎপরতা থাকলেও অসাধু জেলেরা মানছে না সরকারি বিধিনিষেধ। তবে প্রতিদিনই অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ।

১৪অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ রক্ষা কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিছু অসাধু জেলে। হঠাৎ করে নদীতে দল বেঁধে নামছে জেলেরা। নদী তীরবর্তী তিন উপজেলার বিভিন্ন স্পটে বিক্রি হচ্ছে শ শ মণ মা ইলিশ।

এ পর্যন্ত দেড় শতাধিক অভিযান চালিয়ে ১২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে স্থানীয় প্রশাসন।

আটক করা জেলেরা বলছেন, পেটের দায়ে বাধ্য হয়ে নদীতে মাছ ধরছেন তারা।  

গত ২৫ অক্টোবর ঢাকা হেডকোয়ার্টার থেকে এক’শ সদস্যের নৌ-পুলিশের একটি টিম চাঁদপুর পদ্মা- মেঘনা নদীতে অভিযান পরিচালনা করার সময় অসাধু জেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এতে ২৫ নৌ-পুলিশ আহত হয়। তারপরও অভিযান থেমে নেই বলছেন নৌ পুলিশ কর্মকর্তারা। তবে, জেলেদের এমন অভিযোগ মানতে নারাজ মৎস্য বিভাগ।  

গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর চাঁদপুরের পদ্মা মেঘনাসহ দেশের ১৪টি জেলার সকল নদ-নদীতে মাছ ধরা, পরিবহণ, বিপনন নিষিদ্ধ করা হয়েছে।

news24bd.tv কামরুল

এই রকম আরও টপিক