ভাকুর্তায় গয়না তৈরি জীবিকার মাধ্যম

ভাকুর্তায় গয়না তৈরি জীবিকার মাধ্যম

সুকন্যা আমীর

গয়না, ক্রেতাদের কাছে শখের বস্তু হলেও, ভাকুর্তার কারিগরদের জন্য জীবিকার একমাত্র মাধ্যম। ইউনিয়নের প্রায় ৩৬টি গ্রামের মধ্যে ১২টিতে ঘরে ঘরেই তৈরি হয় গয়না। নারী-পুরুষ এমনি ছোট ছোট ছেলে মেয়েরাও জড়িত এ পেশায়। বিক্রিত সব গয়না থেকে তাদের বছরে গড় আয় দাঁড়ায় প্রায় ২৫ কোটি টাকা।

সকাল হতেই পাইকেরি ক্রেতাদের হাতে তুলে দিতে হবে অপরিশোধিত গয়না। রাত গড়িয়ে ভোর, চলছে বিরামহীন প্রস্তুতি পর্ব। যন্ত্রের সাথে কেউ তাল মেলান, কেউ নিজেই যন্ত্রে রূপ নেন।

গয়না গ্রাম খ্যাত ভাকুর্তার প্রতিদিনের দৃশ্য এটি।

ইউনিয়েনের ৩৬টি গ্রামের মধ্যে প্রায় ১২টি গ্রামের ঘরে ঘরে তৈরি হয় গয়না। নারী-পুরুষ কাজ করেন এইসঙ্গে। লেখাপড়ার ফাঁকে যোগ দেয় শিক্ষার্থীরাও।


আরও পড়ুন: ফেসবুক ডটকম ডট বিডি’র মালিক ফেসবুক নয়, বিক্রি মূল্য চায় ৫১ কোটি টাকা


ক্রেতাদের কাছে এই গয়না নিতান্তই শখের হলেও, তাদের কাছে জীবিকার একমাত্র বাহন। বংশ পরম্পরায় জড়িত কেউ, কেউ প্রয়োজনে। কেউ আবার ধারণ করছেন গয়না শিল্পের ঐতিহ্য।

এ গ্রামের প্রায় ১২ হাজার মানুষ গয়না পেশায় যুক্ত। তাদের মাসে আয় গড়ে অন্তত তিন থেকে চার কোটি টাকা। আর বছরে ছাড়ায় ২৫ কোটির ঘর।

এ অঞ্চলের গয়নার চাহিদা ও বিক্রি বেড়েছে আশির দশক থেকেই। বর্তমানে এসব গয়না পাড়ি দিচ্ছে বিদেশেও।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর