বিজয় দিবসে উন্নত দেশ গড়ার প্রতিজ্ঞা নিল সর্বস্তরের মানুষ

সজল দাসে

মুক্তিযুদ্ধের চেতনা, চির ভাস্বর বাঙালি হৃদয়ে, মন-মননে। বিজয় দিবসে, যে আলোকবর্তিকা নতুন প্রজন্মের হাতে তুলে দিলেন প্রবীণরা। সাম্প্রদায়িকতা যখন আবারো শক্তিশালী হওয়ার চেষ্টায় রত।  

অদৃশ্য পায়তারায় প্রতিনিয়ত বাঁধাগ্রস্ত করছে দেশের স্বাভাবিক উন্নয়নের পথকে, তখন নতুন প্রজন্মকে সদা জাগ্রত থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আরো শক্তিশালী করার কথা বলছেন তারা।

বলছেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কথা।

কুয়াশার বুক চিরে একখণ্ড লাল সবুজের পতাকা। এ এক অবিস্মরণীয় অর্জন। পৃথিবীর বুকে নতুন দেশের আবির্ভাব, নাম বাংলাদেশ।

পেরিয়েছে ৪৯ বছর। কিন্তু এখনও থেমে নেই ষড়যন্ত্র। দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব নতুন প্রজন্মের হাতে দিচ্ছেন প্রবীণরা। বলছেন, সাম্প্রদায়িক শক্তি মাথাচারা দিয়েছে বারবার কিন্তু অদম্য শক্তিতে প্রতিরোধ গড়েছে মুক্তিকামী মানুষ।

শত বাঁধা পেরিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সদা জাগ্রত তরুণ প্রজন্মও। বিজয়ের এই দিনে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নিলেন ছোট-বড়-সবাই।  

স্বাধীনতার পর অনেকটা এগিয়েছে বাংলাদেশ। যেতে হবে আরো বহুদূর। তাইতো বিজয় দিবসে শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, উন্নত দেশ গড়ার প্রতিজ্ঞা নিল সর্বস্তরের মানুষ।

 

আরও পড়ুন: 


উৎসব উদযাপন ছাড়াই কানাডায় টিকা দেওয়া শুরু

নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

ইশরাকের বাসায় হামলা-ভাঙচুর

ব‌রিশালে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে ফাঁকা গু‌লি, আহত ৫০

একসঙ্গে বিষপান করে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে


news24bd.tv কামরুল