শনিবারও নতুন বই পেয়েছে অনেকে

শনিবারও নতুন বই পেয়েছে অনেকে

Other

পর্যায়ক্রমে বই পৌছে যাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে। আজও রাজধানীসহ সারাদেশে বই সংগ্রহ করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পর্যায়ক্রমে যা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, করোনায় দীর্ঘদিন থমকে থাকা শিক্ষা ব্যবস্থায় প্রাণের সঞ্চার করবে নতুন বই।

  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বছরের প্রথম দিন থেকে বই বিতরণ কার্যক্রম শুরু করে সরকার। করোনা সংক্রমণের কারণে এবছর ধাপে ধাপে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে।  

সৌরভ গাঙ্গুলীর শারীরিক অবস্থা স্থিতিশীল

একে একে শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি....

করোনা পরীক্ষা করা হলো নারী ক্রিকেটারদের

ইসরাইলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে এই ক্ষেপণাস্ত্র

বই বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিন শনিবারও নতুন বই নিতে রাজধানীসহ সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকেই স্কুলগুলোতে ভিড় করেন শিক্ষার্থী-অভিভাবকরা। স্বাস্থ্যবিধি রক্ষায় নানা নির্দেশনা থাকলেও বাড়তি শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রেই তা রক্ষা করা সম্ভব হয়নি।

শিক্ষক ও অভিভাবকরা বলছেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার উৎসাহ বাড়বে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, ছাত্র-ছাত্রীদের পদচারণার মুখরিত হবে শিক্ষাঙ্গন। এমন প্রত্যাশাও ছিলো সবার কন্ঠে।

news24bd.tv নাজিম