খ্যাতিমান ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

খ্যাতিমান ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

Other

খ্যাতিমান ঔপন্যাসিক ও বাংলাদেশের চলচ্চিত্রের প্রবাদ পুরুষ জহির রায়হানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। চলচ্চিত্রের এই পুরোধা অস্ত্র হাতে নয় যুদ্ধ করেছেন ক্যামেরা নিয়ে। ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১'র মুক্তিযুদ্ধ কালি-কলম আর ক্যামেরায় সেই সংগ্রাম আর রক্তাত্ব ইতিহাস তুলে ধরেছেন বারবার। সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকেও।

 

১৯৩৫ সালের ১৯ আগষ্ট ফেনীতে জন্ম জহির রায়হান চলচ্চিত্রে পা রাখেন ১৯৫৭ সালে। পাক বাহিনীর বিরুদ্ধে বাঙালিরা যখন স্বাধীনতার স্বপ্ন বুনছিলেন ঠিক তখন তিনি নির্মাণ করেন 'জীবন থেকে নেয়া'।

তিনি তার 'স্টপ জেনোসাইড' তথ্যচিত্রে; ক্যামেরার চোখে বিশ্বকে দেখিয়েছেন নিরীহ বাঙালির উপর পাক বাহিনীর বর্বরতার চিত্র।


শনিবার ঢাকার যেসব বন্ধ

মেসিকে বিক্রি না করে বার্সা ভুল করেছে : রিভালদো

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তে হয়

ঋণ থেকে মুক্তি পেতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন


সোনার কাজল, সঙ্গম, বাহানা, বেহুলা ও আনোয়ারার মতো বেশ কয়েকটি নন্দিত সিনেমা নির্মাণ করেছেন।

শুধু চলচ্চিত্রই নয় 'হাজার বছর ধরে' 'আরেক ফাল্গুন' 'শেষ বিকেলের মেয়ের মতো কালজয়ী উপন্যাস দিয়ে অর্জন করেছেন 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' 'মরণোত্তর বিশেষ চলচ্চিত্র পুরস্কার' 'একুশে পদক'র পাশাপাশি পেয়েছেন স্বাধীতা পুরস্কার।

রাজনীতি আর সাংবাদিকতার ভুবনেও ছিলো পদচারণা।   আর তাইতো সামাজিক প্রেক্ষাপটকে গভীরভাবে তুলে এনেছেন তার লেখায় কিংবা সিনেমার দৃশ্যপটে।

১৯৭২ সালের ৩০ জানুয়ারি বড় ভাই শহীদুল্লা কায়সারকে মিরপুরে খুঁজতে গিয়ে নিখোঁজ হন জহির রায়হান।

news24bd.tv/আয়শা