প্রথমবারের মত নিঃসঙ্গ মন্ত্রী নিয়োগ দিল জাপান

প্রথমবারের মত নিঃসঙ্গ মন্ত্রী নিয়োগ দিল জাপান

অনলাইন ডেস্ক

জাপানের মানুষের নিঃসঙ্গতা বা একাকীত্ব দূর করার জন্য মন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। জাপানের প্রথম নিঃসঙ্গ মন্ত্রী হয়েছেন তেতসুশি সুকামোটোর। নিঃসঙ্গ মন্ত্রনালয়ের দায়িত্ব তাকে ইতোমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে।  

তেতসুশি দেশের জন্মের হার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।

এর পাশাপাশি তিনি এখন একাকীত্ব ও নিঃসঙ্গ মোকাবিলায় সরকারি নীতির তদারকিও করবেন।

নতুন মন্ত্রীকে প্রধানমন্ত্রী সুগা বলেছেন, ‘বিশেষ করে নারীরা নিঃসঙ্গতায় ভুগছেন এবং আত্মহত্যার হার বৃদ্ধি পাচ্ছে। আমি চাই আপনি বিষয়টি পরীক্ষা করে দেখুন এবং একটি বিস্তৃত কৌশল পেশ করুন’।


রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংক নিয়োগ দেবে ২৪৭৮ জন

সব গ্রামই হবে শহর, ৮ বিভাগের ১৫ গ্রাম নিয়ে কাজ শুরু

সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে


দেশটিতে করোনা হানা দেওয়ার পর থেকেই জাপানি নারীরা অবসাদের মতো মানসিক অসুস্থতার সঙ্গে লড়ছেন।

গত বছর কেবল অক্টোবরেই ৮৮০ জন নারী আত্মঘাতী আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে দেশে। এই সংখ্যা ২০১৯ সালের থেকে ৭০ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। গত ১১ বছরের মধ্যে এখন দেশটিতে আত্মহত্যার পরিমাণ বেশি।  

এমনিতেই জাপানের মানুষের গড় আয়ু বেশি। তবে জাপানের মানুষের পরিবারের সঙ্গে থাকার প্রবণতা খুবই কম। তারা বেশিরভাগ ক্ষেত্রেই একাকী বসবাস করেন। এজন্য তাদের নিঃসঙ্গতা পেয়ে বসে।  

আর এই নিঃসঙ্গতা মানুষকে হতাশায় ডুবায়। এজন্য জাপানের মানুষের মধ্যে আত্মহত্যার প্রবনতা বেড়ে গেছে। তাই মানুষকে সচেতন করতে সরকারের এই পদক্ষেপ।

এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যে এই পদে প্রথমবারের মতো মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছিল।

news24bd.tv আয়শা