ইরানে নারী দলের নাচ দেখবেন শুধু নারীরাই

ইরানে নারী দলের নাচ দেখবেন শুধু নারীরাই

অনলাইন ডেস্ক

অখন্ড অবসর। এসময়ে নিজের ঘরে বসেই সেতার বাজাচ্ছেন বোশরা। তবে ৩৩ বছর বয়সি এ নারীর আসল ভালোবাসা নাচ। ছোটবেলায় এক বন্ধুকে নাচতে দেখে সেই যে প্রেমে পড়েছিলেন নৃত্যপ্রেম আর ছাড়তে পারেননি।

ইসলামি প্রজাতন্ত্র ইরানে কোনো নারী নাচ শেখার স্বপ্ন দেখলেও সেই স্বপ্নের বাস্তবায়ন খুব কঠিন। কিন্তু বোশরা দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়ে নাচ শিখেছেন। ১৩ বছর ধরে তিনি পেশাদার নৃত্যশিল্পী।

পেশাদার নৃত্যশিল্পী হয়ে শুধু নিজের পারফর্ম্যান্সেই মন দেননি।

নাচ শিখতে আগ্রহীদের কথাও ভেবেছেন। ১০ বছর আগে তাই নাচের প্রশিক্ষণও দিচ্ছেন মেয়েদের।


করোনা মোকাবিলায় বিশেষ কর্মসূচি নিয়ে আজ থেকে মাঠে পুলিশ

সেন্টমার্টিনে সিয়াম ও পূজা চেরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোন খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত আছি: রাশিয়া

মোদি ও শাল্লা ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজত


তেহরানে মেয়েদের একটি নাচের দলও গড়ে তুলেছেন বোশরা। তার দল ব্যালে, ইরানের ঐতিহ্যবাহী সামা-সহ অনেক ধরনের নাচ পারফর্ম করে।

করোনা মহামারির সময়েও থেমে থাকেনি নাচের প্রশিক্ষণ। ভিডিও কনফারেন্সেও নাচ শিখিয়েছেন বোশরা। ওপরের ছবিতে অনলাইন ক্লাসের একটি মুহূর্ত।

অনেকের অনলাইন ক্লাসে মন ভরছিল না। তাদের স্বাস্থ্যবিধি মেনে নিজের ফ্ল্যাটেই নাচ শিখিয়েছেন বোশরা।

মাঝে মাঝে মঞ্চে দর্শক উপস্থিতিতেও পারফর্ম করে বোশরার দল। তবে নাচের দল গড়ার জন্য যেমন ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়েছিল, তেমনি মঞ্চে পারফর্ম করার বেলায়ও নিতে হয়েছে মন্ত্রণালয়ের অনুমতি।

তবে একটা শর্তে বোশরার দলকে মঞ্চে পারফর্ম করার অনুমতি দিয়েছে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়। সেই শর্ত অনুযায়ী, বোশরার মেয়েদের নাচের দলের পারফর্ম্যান্স দেখতে পারেন শুধু মেয়েরা।

news24bd.tv আয়শা