মৃতদেহ সৎকারে কাঠ সংকটে দিল্লি

মৃতদেহ সৎকারে কাঠ সংকটে দিল্লি

অনলাইন ডেস্ক

ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে ভারতে মৃতদেহ সৎকারের জায়গা পর্যন্ত নেই।

সাধারণত দিল্লিতে যত সংখ্যক মৃতের সৎকার হয়ে থাকে, তার থেকে বহুগুণ বেশি মৃতদেহ রোজ আসছে শ্মশান ও কবরস্থানে। গত ১০ দিনে এমনই ঘটনার সাক্ষী দিল্লি।

এ পরিস্থিতিতে মৃতদেহ দাহ করার কাঠ ফুরিয়ে গেছে বহু শ্মশানে। কাঠের অভাবে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে শ্মশানের দরজা।


আরও পড়ুনঃ


ভারতে ৭১ বছর পর কোন নারীর ফাঁসি!

বিজ্ঞানীদের সতর্কবার্তার পরও পাত্তা দেয় নি ভারত

পিপিই পরে স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালেই বিয়ে, ভিডিও ভাইরাল

রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েলে তারাবি নামাজের অনুমতি


করোনার তাণ্ডবে শ্মশানের জন্য জমি বাড়াতে হচ্ছে দিল্লিতে। আরও ৫০টি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে সৎকারের জন্য।

এমনকি ছাড় পাচ্ছে না পার্কিং স্পেসগুলোও।

দিল্লির গাজীপুরে এমনই পার্কিং লটে চিতা জ্বালানোর বন্দোবস্ত করা হচ্ছে। যে হারে করোনায় দিল্লিতে মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে, তাতে পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ হচ্ছে।

news24bd.tv / নকিব