ভিন্ন ভিন্ন ডোজের ভ্যাকসিন কি নিরাপদ এবং কার্যকর?

ভিন্ন ভিন্ন ডোজের ভ্যাকসিন কি নিরাপদ এবং কার্যকর?

Other

প্রথম ডোজ যিনি আস্ট্রেজেনকা নিয়েছেন, তিনি কি দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার বা মডার্না নিতে পারেন? কভিডের ভ্যাকসিন বাজারে আসার পর থেকেই এই প্রশ্নটা উচ্চারিত হয়েছে। কেবল কানাডা নয়, পৃথিবীর হেন দেশ নাই যেখানে এই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ বিশেষজ্ঞদের, চিকিৎসকদের শ্মরণাপন্ন হন নাই। সত্যি বলতে কি বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছেও এই প্রশ্নের উত্তর নেই। তবে তারা উত্তরটি খোঁজার চেস্টা করছেন।

ভিন্ন ভিন্ন ভ্যাকসিন দেয়া নিরাপদ এবং কার্যকর কিনা তার উত্তর পেতে গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে একটি গবেষণা শুরু হয়েছে। ৮০০ ভলান্টিয়ারের উপর অ্যাস্ট্রেজেনকা এবং ফাইজারের ভ্যাকসিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই গবেষণার প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে।


আরও পড়ুনঃ


ইফতারে প্রশান্তি পেতে বাঙ্গির শরবত

ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ক্রুদের বিদায়ী সঙ্গীত (ভিডিও)

দোকানে খুচরা চুরি করে ধরা খেলেন দুই পাকিস্তানি কূটনীতিক!

দিল্লিতে করোনায় মৃতের সৎকার সংখ্যার সাথে সরকারি সংখ্যার হিসাবে গরমিল


কানাডার বিশেষজ্ঞরা মনে করছেন গবেষণার ফলাফল ইতিবাচক হতে পারে।

কুইবেকের স্বাস্থ্য বিভাগ যে সব সিনিয়র সিটিজেনকে এর আগে মডার্নার ভ্যাকসিন দেয়া হয়েছিলো তাদের দ্বিতীয় ডোজটি ফাইজারের দেয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছে।

ভিন্ন ভিন্ন ডোজের ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর প্রমানিত হলে ভ্যাকসিনের ঘাটতি মোকাবেলায় গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

news24bd.tv / নকিব