আবার মাঠে ফিরবেন মাশরাফি?

আবার মাঠে ফিরবেন মাশরাফি?

অনলাইন ডেস্ক

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও অনিয়মিত হয়ে পড়া মাশরাফি সর্বশেষ জাতীয় লিগের ম্যাচ খেলেছেন ২০১৮ সালের এপ্রিলে। এরপর আর টেস্ট খেলা হয়নি তার। তবে আবারও লাল বলের খেলায় মাঠে নামতে দেখা যেতে পারে মাশরাফিকে।

গত বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ার পর আর ক্রিকেটের আশপাশেই দেখা যায়নি মাশরাফি বিন মর্তুজাকে।

তবে গতকাল বিকেলে ফেসবুক পোস্টে দেওয়া ছবিতে একদমই মেদহীন মাশরাফি। বলেন, ‘প্রায় এক শ কেজি ওজন হয়ে যাচ্ছিল। অল্পের জন্য সেঞ্চুরি হয়নি, এখন ৭৯ কেজি। আশির নিচে এই প্রথম।

মাঠে ফেরার জন্যেই অবশ্য ওজন কমিয়েছেন তিনি। বললেন, ‘ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) ও বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) তো অবশ্যই খেলব। সুযোগ পেলে জাতীয় লিগের দুই-একটা ম্যাচও খেলতে চাই। ’

রও পড়ুন:

তৃতীয় স্বামীর কাছ থেকে মুক্তি পেতে মামলা করলেন শ্রাবন্তী

কুড়িগ্রামে ধর্ষণ মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

অবশেষে ফুঁ দিয়ে আগুন ধরানো সেই সাধুবাবা গ্রেপ্তার

ইভ্যালি ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা! কোথায় যাবেন ফারিয়া?

মূল লক্ষ্য ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএল। যত দূর জানা গেছে, এই দুটি আসরে তার দল পাওয়াও একরকম নিশ্চিত। কিন্তু জাতীয় লিগে খুলনা দলে মাশরাফি জায়গা পাবেন কিনা তা অনেকটাই নির্ভর করছে ম্যাশের ফিটনেসের উপরে।  

news24bd.tv/ নকিব