অসময়ে মাচায় তরমুজ চাষ

Other

অসময়ে বাণিজ্যিকভাবে মাচায় তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। বাজারে এই তরমুজের দর চড়া থাকায় লাভবান হচ্ছেন তারা। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এ তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে।

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় মাচায় অসময়ের তরমুজ চাষ করছে এ অঞ্চলের কৃষকরা।

  আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে।

কৃষকরা জানান, মাচার এই তরমুজ প্রতিটি ৩-৪ কেজি ওজনের হয়। লাল ও হলুদ বর্ণের এ তরমুজগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। আর অসময়ে এই তরমুজের বাজার দরও বেশ চড়া থাকে।

news24bd.tv

স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এই তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে।

সংশ্লিষ্টরা জানান, নতুন জাতের এই তরমুজ চাষ প্রসারের লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ।

নতুন প্রযুক্তিতে অসময়ে তরমুজ চাষ একটি অসাধারণ উদ্যোগ। আর এভাবেই কৃষি এগিয়ে যাচ্ছে ও কৃষকরা স্বাবলম্বী হচ্ছে বলে মনে করেন তারা।

আরও পড়ুন:


টাকার অভাবে বাঁচানো গেল না শরীরের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্মানো শিশুটিকে

কিশোরীকে স্বামীর ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে বাইরে পাহারা দেয় স্ত্রী

গাড়িচাপা দেওয়া ইসরাইলি ২ পুলিশের অবস্থা আশঙ্কাজনক

এই হচ্ছে বিএনপি, আর সব দোষ আওয়ামী লীগের?


news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর