নেতাদের নাম ভাঙ্গিয়ে রাস্তা-ফুটপাত দখল করে বসছে কাঁচাবাজার

Other

আজিমপুর উত্তরা ব্যাংক থেকে বটতলা মোড় পর্যন্ত রাস্তা-ফুটপাত দখল করে বসছে কাঁচাবাজার। এ কারণে প্রতিদিন সকাল-বিকাল যানজট লেগেই থাকে আজিমপুর সরকারি কলনী এলাকায়।  

বিশেষ করে স্কুলে আসা শিক্ষার্থীদের পড়তে হয় চরম বিপাকে। এসব দেখেও কোন ব্যবস্থা নেয় না প্রশাসন।

তবে রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে নিজ উদ্যেগের কমতি নেই বলে দাবি স্থানীয় ওয়াড কাউন্সিলরের।  

সরকারি আবাসিক এলাকা ঘিরে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের ২৬ নাম্বার ওয়ার্ড। রাস্তা-ফুটপাত দখলমুক্ত রাখতে দৌঁড়ঝাপ করছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আজিমপুর উত্তরা ব্যাংক থেকে শুরু করে বটতলা মোড় পর্যন্ত রাস্তা দুই পাশ দখল হয়ে যাওয়ায় চলছে অভিযান।

আরও পড়ুন


রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার

রাজধানীতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জিকরুল্লাহ'র মৃত্যু

রাষ্ট্রীয় নথি জালসহ কয়েকটি অপরাধে ফেঁসে যাচ্ছেন নাসির-তামিমা

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু


অভিযোগ আছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে রাস্তা-ফুটপাত এমনকি সরকারি অবাসিক এলাকার প্রবেশ পথও দখল হয়ে গেছে। এখানে বেশির ভাগই শাক-সবজি ও মাছ-মুরগির দোকান।  

সরকারি কলোনির বাসিন্দারা মূলত এ বাজারের ক্রেতা। তাদের অভিযোগ, ওয়ার্ডে পর্যাপ্ত বাজার না থাকায় রাস্তাসহ আবাসিক এলাকায় প্রবেশ পথও রীতিমতো বাজার। ফলে সকাল-বিকাল যানজটে লেগেই থাকে এখানে।

রাস্তা-ফুটপাত দখলমুক্ত রাখতে নিজের উদ্যোগের কথা জানান স্থানীয় কাউন্সিলর। এ অবস্থা নিরসনে জোরালো পদক্ষেপ চান ভুক্তভোগীরা।

news24bd.tv/ কামরুল