সিলিং ফ্যান পরিষ্কার করার ৪টি টিপস

সিলিং ফ্যান পরিষ্কার করার ৪টি টিপস

অনলাইন ডেস্ক

সিলিং ফ্যান পরিষ্কার করা বেশ ঝামেলার। তবে কিছু কৌশল জানা থাকলে কাজটি সহজ হয়ে যায়। চলুন তবে জেনে নেয়া যাক এমন চারটি উপায়, যার মাধ্যমে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন আপনার সিলিং ফ্যান-

১. প্রথমেই বিছানার উপর একটা বাতিল চাদর পেতে ফেলুন। এতে ময়লা পরিষ্কার করার সময় বিছানাতে ময়লা পড়বে না।

এবার হাতে নিন শুকনো কাপড়। প্রথমে হালকা হাতে পরিষ্কার করে নিন ফ্যানের ব্লেড।

২. শুকনো কাপড় দিয়ে ব্লেড মোছার পরই ভেজা কাপড় ব্যবহার করবেন। না হলে ব্লেড পরিষ্কার তো হবেই না, উল্টো ময়লা আটকে থাকবে।

৩.পুরনো বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেড ঢুকিয়ে দিন। তারপর কাপড়ের মুখ চেপে নিয়ে হালকা করে টেনে নিন। দেখবেন ময়লা সব কভারের মধ্যে পড়ে ব্লেড পরিষ্কার হয়ে গেছে।

আরও পড়ুন:


আজকের দিনটি আমাদের জন্য ঈদের দিনের মতো: ঢাবি উপাচার্য

নাইকো দুর্নীতি মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি ৪ নভেম্বর

পল্লবীর সেই তিন তরুণীসহ নিখোঁজ ৭ জনের মধ্যে উদ্ধার ৪

অর্থ আত্মসাত, স্বাস্থ্যের ঠিকাদার মোকছেদুল ইসলামের বিরুদ্ধে মামলা


৪.ফ্যানের ব্লেড পরিষ্কার করতে ব্যবহার করুন খবরের কাগজ। প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিয়ে, খবরের কাগজ অল্প জলে ভিজিয়ে ব্লেড পরিষ্কার করুন।

অবশ্যই মনে রাখবেন, সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে ঝুঁকি নেবেন না। এর জন্য ছোট মই ব্যবহার করুন।

news24bd.tv নাজিম