রাজধানীতে বৃষ্টিপাত কয়দিন চলবে জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রতীকী ছবি

রাজধানীতে বৃষ্টিপাত কয়দিন চলবে জানাল আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের উপকূলীয় এলাকায়। এর প্রভাবে আজ সোমবার ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে আজ সারা দিনই বৃষ্টি হবে এবং আগামীকাল মঙ্গলবারও হবে। এরপরদিন বুধবার বৃষ্টির রেশ কিছুটা কমে আসবে।

এ ছাড়াও আগামী ৪৮ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বৃষ্টির কারণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া উপকূলে ৫ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।

তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবেই এই বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ ব্যাপারে আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, রংপুর বিভাগ বাদ দিয়ে সারা দেশেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে আগামীকাল মঙ্গলবারও। পরদিন বুধবার বৃষ্টির রেশ কিছুটা কমে আসবে। কিছু কিছু জায়গা বৃষ্টিহীনও থাকতে পারে সেদিন।

আজ সোমবার সকালে দেওয়া আবহাওয়া অধিপ্তরেরর সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৮) বলা হয়, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দূরে আছে। এটি বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসছে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। ঝড়-বৃষ্টি বেড়ে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় এর সম্মুখভাগের প্রভাব, অমাবস্যা এবং বায়ুচাপের পার্থক্যের কারণে এবারের ঘূর্ণিঝড়টির প্রভাব অনেকাংশে বেশি হতে পারে। এর প্রভাবে উপকূলে ছয় ফুটের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে। সিত্রাং মঙ্গলবার ভোর কিংবা সকালের মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আরও পড়ুন...

এখন কত গতিবেগে তাণ্ডব চালাচ্ছে চিত্রাং?

ঘূর্ণিঝড়ে সমস্যায় পড়লে যে নম্বরে যোগাযোগ করবেন

সেন্ট মার্টিনে ডুবে গেছে ১৩ ট্রলার

মোংলা থেকে ৩৬৫ কি.মি. দূরে অবস্থান করছে সিত্রাং

সারাদেশে নৌ চলাচল বন্ধের নির্দেশ

সারাদেশে নৌ চলাচল বন্ধের নির্দেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, আঘাত হানতে পারে মঙ্গলবার ভোরে

 সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

 অবশেষে 'সিত্রাংয়ে' পরিণত গভীর নিম্নচাপটি, ৪ নং সতর্কতা জারি

 বিশ্বের বিধ্বংসী ঘূর্ণিঝড়ের বেশির ভাগই বাংলাদেশে

অতিবৃষ্টিতে পাহাড় ধ্বসের শঙ্কা

আগামী ৪৮ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধেয়ে আসছে সিত্রাং, ৭ নম্বর বিপদ সংকেত

কোন সতর্ক বার্তার অর্থ কী

১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়োবৃষ্টি-বজ্রপাতের শঙ্কা

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের অবস্থান দেখুন সরাসরি 

news24bd.tv/রিমু