আজ ভুলে যাওয়ার অভ্যাস উদযাপনের দিন

প্রতীকী ছবি

আজ ভুলে যাওয়ার অভ্যাস উদযাপনের দিন

অনলাইন ডেস্ক

অনেকেই দিন তারিখ ঠিকভাবে মনে রাখতে পারেন না। ক্যালেন্ডারে দাগ দিয়ে, স্মার্টফোনে টাইম সেট করেও অনেক সময় প্রিয় মানুষের জন্মদিন, বিবাহ বার্ষিকী ভুলে গিয়ে বিপদে পড়েন। অনেক কথাও শুনতে হয় এজন্য। তবে সারাবছর কথা শুনলেও আজ নিশ্চিন্ত মনে সব ভুলে যেতে পারেন।

কারণ আজ ভুলে যাওয়ার দিন।

যারা বছরের অন্যান্য দিনগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন, প্রিয়জনের জন্ম তারিখ ভুলে যান তাদের জন্য আজকের দিনটি। যুক্তরাষ্ট্রে প্রতি বছরের ২ জুলাই 'আই ফরগট ডে' বা 'আমি ভুলে গেছি দিবস' উদযাপন করা হয়। দিনটির উদ্ভাবক ছিলেন ইন্ডিয়ানার গে অ্যান্ডারসন নামের এক ব্যক্তি।

যিনি তার পরিবারে পরিচিত ছিলেন ভুলোমনা মানুষ হিসেবেই। তিনি তার মেয়ের জন্ম তারিখ কখনোই মনে রাখতে পারতেন না। এমনকি বিবাহ বার্ষিকীর তারিখ ভুলে যাওয়ার জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতো।

এজন্য তিনি এই দিনটির উদ্ভাবন করেন। প্রতি বছর জুলাইয়ের ২ তারিখ তিনি ভুলে যাওয়ার দিন হিসেবে ঘোষণা করেন। একসময় এই দিনটিতে তিনি তার মেয়ের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী পালন করতে শুরু করেন। তবে কবে থেকে এই দিন পালন করতে শুরু করেছিলেন সেটাই ভুলে গিয়েছিলেন। ফলে কবে থেকে দিনটি পালন শুরু হয় তা জানা যায় না।

অনেক কারণেই মানুষের এই ভুলে যাওয়ার সমস্যা হতে পারে। মানসিক চাপ, অসুস্থতা বিভিন্ন কারণে মস্তিষ্কে চাপ পড়তে পারে। ফলে দেখা দিতে পারে ভুলে যাওয়ার সমস্যা। তাই তো আজকের দিনে প্রিয়জনকে ক্ষমা করে দিতে পারেন। যে আপনার জন্মদিন, বিবাহ বার্ষিকী বা বিশেষ কোনো দিন ভুলে যায় প্রায়।

সুতরাং, যাদের ভুলে যাওয়ার অভ্যাস বা স্বভাব তারা আজকের দিনটি উদযাপন করতে পারেন। সবাই আপনাকে যে কারণে সমালোচনা করেন, আজ সেটিকে উদযাপন করুন নিরিবিলি, নিজের মতো করে।

News24bd.tv/aa