ঘরোয়া টোটকায় মশা তাড়ান

প্রতীকী ছবি

ঘরোয়া টোটকায় মশা তাড়ান

অনলাইন ডেস্ক

বর্ষায় মশার উপদ্রব বাড়ে। কিন্তু অনেকেরই মশা তাড়ানোর ধূপ বা তরলের গন্ধ অসুবিধা হয়। তাই মশা তাড়ানোর ঘরোয়া উপায়গুলি জেনে রাখা ভালো।

বর্ষায় উপদ্রব বাড়ে মশা-মাছির।

সেই অনুযায়ী বেড়ে যায় রোগ-ব্যাধিও। মশার ধূপ, ওষুধ, কয়েল, স্প্রে- নানা রকম উপায়ে মশা তাড়ানোর চেষ্ঠা করি আমরা। কিন্তু গাদা গাদা খরচ হওয়া ছাড়া আর কোনও লাভ হয় না অনেক সময়ই। তার উপর মশার ধূপ বা তরল ওষুধ দীর্ঘ ক্ষণ জ্বালানো ঠিক নয় বদ্ধ ঘরে।
বিশেষ করে যদি ঘরে কোনও বাচ্চা থাকে। তা হলে কী ভাবে বাঁচা যায় মশার যন্ত্রণা থেকে? রয়েছে কিছু ঘরোয়া উপায়।

কর্পূর

মশার ধুপ সারা দিন না জ্বালাতে চাইলে ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। যে টেবিলে বসে সারা দিন কাজ করছেন বা খাটের পাশে রাখা টেবিলে রেখে দিতে পারেন, কিছুটা কাজ দেবে।

পিপারমেন্ট অয়েল

অনেকেই মশা তাড়াতে ঘরের কোণে পিপারমেন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালান। তবে এই এসেনশিয়াল অয়েল আপনি গায়েও মাখতে পারেন মশার কামড় থেকে বাঁচতে। তবে সরাসরি পিপারমেন্ট অয়েল গায়ে লাগালে র‌্যাশ বেরোতে পারে। তাই নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগান।

 

এই রকম আরও টপিক