পিরোজপুরে দিন দিন বাড়ছে মাল্টা চাষ

পিরোজপুরে দিন দিন বাড়ছে মাল্টা চাষ

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরে দিন দিন বাড়ছে মাল্টা চাষ। বিদেশী এই ফল চাষ করে স্বাবলম্বী হয়েছেন ৫-৬’শ কৃষক।   কৃষি কর্মকর্তারা বলছেন, এ জেলায় উৎপাদিত মাল্টা এখন রাজধানীসহ বিভিন্ন এলাকার সরবরাহ করা হচ্ছে। এখানকার মাটি এ ফল চাষের উপযোগী হওয়ায় প্রতি বছরই বাড়ছে কৃষি জমির পরিমাণ।

 

পাঁচ বছর আগেও পিরোজপুরে  স্থানীয়ভাবে উৎপাদিত ফলের মধ্যে পেয়ারা ও আমড়ার নাম ছিল শীর্ষে। তবে প্রথমদিকে কয়েক জন ফল চাষি কৃষি বিভাগের সহায়তা নিয়ে এ জেলায় মাল্টার বাগান গড়ে তুলেন। এখানকার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভাল হচ্ছে।

news24bd.tv

কৃষকরা জানান, প্রথমে শখের বশে কেউ কেউ মাল্টা বাগান করলেও বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন অনেকে।

চাহিদা থাকায় বাজারে দরও বেশ ভাল। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। আর স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মাল্টা সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ বিভিন্ন জেলায়।

news24bd.tv

মাল্টা চাষ প্রসারের লক্ষে কৃষি কর্মকর্তারা বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় প্রতিবছরই  মাল্টার  বাগান বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা।

কৃষি অফিসের তথ্য মতে, পিরোজপুরে বর্তমানে মাল্টার বাগান রয়েছে ৯৫০টি।


আরও পড়ুন: খাঁ খাঁ করছে বরিশাল স্টেডিয়াম


নিউজ টোয়েন্টিফোর/নাজিম