নদীর ওপর ছয় কোটি টাকার সেতু, তবুও বেড়েছে দুর্ভোগ

নদীর ওপর ছয় কোটি টাকার সেতু, তবুও বেড়েছে দুর্ভোগ

জামান আখতার, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামে মাথাভাঙা নদীর ওপর সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে।  

স্থানীয়দের অভিযোগ, দেড় বছর আগে ছয় কোটি ৯ লাখ টাকা ব্যয়ে এ সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় এ সেতুর কোন সুফল পাচ্ছেনা তারা। এতে দুর্ভোগ বেড়েছে ২২ গ্রামের লক্ষাধিক মানুষের। এলজিইডি বলছে, সংযোগ সড়ক নির্মাণে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছে।

news24bd.tv

চুয়াডাঙ্গা পৌরএলাকার হাজরা হাটি গ্রামে মাথাভাঙা নদীর ওপর এ সেতু নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। গেল বছর এ সেতুর নিমাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি চালু করতে পারছে না কর্তৃপক্ষ।


আরও পড়ুন: লঞ্চের কেবিনে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা


স্থানীয়দের অভিযোগ, সেতুর সঙ্গে সংযোগ সড়ক তৈরি করার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে । তবে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিস্টরা কোন উদ্যোগ না নেয়ায় দেড় বছরেরও বেশি সময় ধরে এ সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না ।

এ অবস্থায়  দুর্ভোগে পড়েছেন ২২ গ্রামের লক্ষাধিক মানুষ।

news24bd.tv

এলজিইডি বলছে, অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে এরই মধ্যে  নোটিশ দেয়া হয়েছে।   

মাথাভাঙা নদীর ওপর ৯৬ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণে ব্যয় হয়েছে ছয় কোটি ৯ লাখ টাকা।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম  

এই রকম আরও টপিক