খুলছে সিনেমা হল, পরিস্থিতি বুঝে সিনেমা মুক্তির সিদ্ধান্ত প্রযোজকদের

ফাতেমা কাউসার

স্বাস্থ্যবিধি মেনে ১৬ই অক্টোবর থেকে হল খোলার সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে সিনেমাপাড়ায়। তবে এই সময় নতুন সিনেমা মুক্তি দিতে রাজি নয় প্রযোজকরা। পরিস্থিতি বুঝে তবেই সিনেমা মুক্তির সিদ্ধান্ত।

তবে হল খোলার পাশাপাশি সিনেমা হল আধুনিকায়নে সরকারের বিশেষ তহবিল গঠণ এই শিল্পে সুদিন ফেরানোর স্বপ্ন দেখাচ্ছে।

news24bd.tv

১৮ই মার্চ থেকে বন্ধ থাকার পর চলতি মাসের শুরু থেকে বিনোদন কেন্দ্রগুলো খোলা শুরু করে সরকার। এর পরপর চলচ্চিত্র প্রদর্শকরাও হল খোলার অনুমতি চান।

news24bd.tv

এমন বাস্তবতায় নিজ কার্যালয়ে হল মালিকদের সঙ্গে বৈঠক শেষে ২১ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান পরিস্থিতি স্বাভাবিক হলে শর্তসাপেক্ষে ১৬ই অক্টোবর থেকে খুলতে পারে সিনেমা হল। মৃতপ্রায় এই শিল্পকে বাঁচাতে সরকারের বিশেষ তহবিল গঠনের কথাও জানান মন্ত্রী।


আরও পড়ুন: প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড্রাইভার মালেক কি জানিয়েছেন জানালেন র‌্যাব


হল বন্ধ থাকায় নতুন নতুন সিনেমা পড়েছে শিডিউল জটিলতায়। আর তাই হল খোলার সিদ্ধান্তে সিনেমাপাড়ায় ফিরেছে স্বস্তি।

তবে করোনা বাস্তবতায় নতুন সিনেমা মুক্তি নিয়ে অনিশ্চয়তায় আছেন অনেকেই।

সেন্সর হয়ে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে মিশন এক্সট্রিম, ক্যাসিনো, জ্বীন, বিশ্ব সুন্দরী, উনপঞ্চাশ বাতাস ও নীল মুকুট।

news24bd.tv সুরুজ /কামরুল