দুই বছরেও কাজই শুরু হয়নি

ফখরুল ইসলাম

মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিবিজড়িত ২৮১ টি বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের দুই বছরে ২৬৫টিতে কাজই শুরু করেনি মন্ত্রনালয়। দেশজুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এসব বধ্যভূমি অযত্ন অবহেলায় এখন ময়লার ভাগাড়।  

এতে হতাশা জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। আর বিশ্লেষকরা বলছেন, বধ্যভূমি নির্মাণ কাজকে অবহেলা করা মুক্তিযুদ্ধ ও শহীদদের অবমাননার সমান।

এজন্য দ্রুতই বধ্যভূমিগুলোয় স্মরক নির্মাণের দাবি জানান তারা।  

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে কেনা, বাংলাদেশ। ১৯৭১ সালে দেশেজুড়ে অকাতরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা হত্যা করে এ জাতির সূর্য সন্তানদের।  

দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শহীদদের গণকবরের স্থানগুলো সংরক্ষণে ১৯৯৬ সালে উদ্যোগ নেয় তৎকালীন সরকার।

এরপর তা দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান সরকারের দেশের ২৮১টি গণকবরের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ স্থাপনে উদ্যোগ নেয় সরকার। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে। এরমধ্যে কাজ হয়েছে ময়মনসিংহ পিরোজপুরসহ হাতেগোনা কয়েকটি বধ্যভূমির।

এখনো ২৬৫ টি বধ্যভূমি সংরক্ষণে কোনো কাজই করেনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়। অযত্ন অবহেলায় শহীদদের স্মৃতিবিজড়িত বধ্যভূমি এখন দখলপ্রায়।

দেশের সবচেয়ে বড় বদ্ধভূমি চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভুমির একই অবস্থা। এছাড়া সীতাকুন্ড, রংপুরসহ দেশের নানাপ্রান্তের বধ্যভুমিগুলোয়ও পরিবর্তন আসেনি।

বিশ্লেষকরা জানান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এসব বধ্যভূমি সংরক্ষণ করা না গেলে হুমকির মুখে পড়বে দেশের ইতিহাস।

আরও পড়ুন:


নাটোরের ব্যতিক্রমী গ্রাম: মা-বাবা অধিকার রক্ষায় একাট্টা গ্রামবাসী

‘সালমান শাহ’ হত্যা মামলায় গ্রেপ্তার ২

'জীবনে অনেক ভুল করে দেউলিয়া হয়েছি'

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


news24bd.tv কামরুল