ঘরেই তৈরি করুন মজাদার ফিরনি

ঘরেই তৈরি করুন মজাদার ফিরনি

অনলাইন ডেস্ক

ফিরনি অনেকটাই চালের ক্ষীর বা পায়েসের মতো। যদিও এটির আকার একেবারেই ভিন্ন। আর ফিরনি বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় চালের গুঁড়া। সেইসঙ্গে থাকে এলাচ গুঁড়া এবং গোলাপজল, যা ফিরনির স্বাদ আরো বাড়িয়ে তোলে।

এ ছাড়া শুকনো ফলও ব্যবহার করা হয়। চলুন, দেখে নিই কীভাবে তৈরি করবেন ফিরনি।

উপকরণ

দুধ এক লিটার, বাসমতি চাল ১/৪ কাপ, চিনি আট চা চামচ, কাজুবাদাম ও কাঠবাদাম কুচি দুই চা চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, গোলাপজল এক চা চামচ


১৭ দিন ধরে আটকে রেখে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ


প্রস্তুত প্রণালি

প্রথমে মিক্সারে ভালো করে ধুয়ে রাখা বাসমতি চাল বেটে নিতে হবে। এবার একটি প্যান গরম করে তাতে দুধ ঢেলে ফোটাতে হবে।

গরম দুধের মধ্যে বেটে রাখা চাল ঢেলে দিতে হবে। দ্রুত নাড়াচাড়া করতে হবে, যাতে দলা বেঁধে না যায়। ততক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না দুধ তিন ভাগের এক ভাগ না হয়ে যায়।  

এরপর এর মধ্যে চিনি মেশাতে হবে। চিনি দিয়ে তিন-চার মিনিট নাড়াতে হবে। এবার কুচানো কাঠবাদাম ও কাজুবাদাম দিতে হবে। এলাচ গুঁড়া ও গোলাপজল মিশিয়ে দিতে হবে। এরপর ঠান্ডা করে পরিবেশন করুন।

news24bd.tv আয়শা