যশোরে বাণিজ্যিকভাবে ক্যাপসিকামের উৎপাদন

Other

যশোরে বাণিজ্যিকভাবে বিদেশি সবজি ক্যাপসিকামের উৎপাদন করছে কৃষকরা। অন্যান্য সবজির চেয়ে ক্যাপসিকাম চাষে খরচ কম, লাভও কয়েক গুণ বেশি। বাজার দরও বেশ চড়া।

এ কারণে এই সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে।

এই সবজি চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ।

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার মনজুরুল ইসলাম। ইন্টারনেটে দেখে প্রথমে এক বিঘা জমিতে ক্যাপসিকামের চারা রোপণ করেন।

চারা রোপণের ৬৫ দিন পর থেকেই ফুল ধরতে শুরু করে।

প্রতিটি গাছেই এখন ফুল আর ফল দেখা যায়।

আর কিছুদিন পরই বিক্রি করা যাবে  ক্যাপসিকাম।

আরও পড়ুন:



মায়ের সঙ্গে পরকীয়া, মেয়ের সঙ্গে ‌‘শারীরিক সম্পর্ক’ খুনের কারণ

পরকীয়া প্রেমিককে ৫ টুকরো করার পর বাঁচতে স্বামীকে ফোন দেন পারভীন (ভিডিও)

যে কারণে ইসলাম ছেড়ে ইহুদি ধর্মে কুয়েতের নারী কণ্ঠশিল্পী (ভিডিও)

প্রেমিকের ৫ খণ্ড মরদেহের পাশে বসে ছিলেন প্রেমিকা শাহনাজ

সূরা তাওবায় কেন ‘বিসমিল্লাহ’ নেই, কি বিষয়ে সূরাটি নাযিল


মনজুরুল ইসলামের সফলতা দেখে ক্যাপসিকাম চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে।

কৃষকরা জানান, এক বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করতে উৎপাদন  খরচ হয়েছে  দেড় থেকে দুই লাখ টাকা। যদি রোগবালাই ও  প্রাকৃতিক দুর্যোগ  না হয়  তাহলে এই সব  ক্যাপসিকাম বিক্রি করে আয় হবে পাঁচ থেকে সাত লাখ টাকা।

সংশ্লিস্টরা বলছেন, বাজার দর ভালো থাকায় ক্যাপসিকাম চাষ করলে লাভবান হবেন কৃষকরা। এ কারণে এই সবজি চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহযোগিতা হচ্ছে।

যশোরের মাটি ও আবহাওয়া ক্যাপসিকাম চাষের উপযোগী বলেও জানান তারা।

news24bd.tv তৌহিদ