ফেলে দেয়া বর্জ্য থেকে এবার উৎপাদিত হবে বিদ্যুৎ

Other

বাসা-বাড়ির ফেলে দেয়া বর্জ্য থেকে এবার উৎপাদিত হবে বিদ্যুৎ।   দুই এক মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।  

তিনি বলছেন প্রথমে সিটি কর্পোরেশন এ প্রকল্পে যুক্ত হবে পরে সকল পৌরসভা। তবে নগরবাসীকে সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়নের দাবি নগর পরিকল্পনাবিদদের।

 

ঢাকার দুই সিটিতে গড়ে প্রতিদিন ৬ থেকে সাড়ে ৬ হাজার টন বর্জ্য সংগৃহীত হয়।   দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভায় সংগৃহীত বর্জোর পরিমাণ লক্ষাধিক টন। এতদিন এই বর্জ্য রাখা হতো কর্পোরেশনের নিজস্ব ভাগাড়ে।

এই বিপুল পরিমাণ বর্জ্যকে এবার সম্পদে রুপ দিতে যাচ্ছে সরকার।

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এবারের প্রকল্প বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদন।

এরই মধ্যে বিদ্যুৎ উৎপাদন কোম্পনী চূড়ান্ত করেছে সরকার। জমি অধিগ্রহণ শেষ হলে মাস দুয়েকের মধ্যে আনুষ্ঠানিক কাজ শুরু হবে।


পুলিশকে কেন প্রতিপক্ষ বানানো হয়, প্রশ্ন আইজিপির

আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

বিমা খাতে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে আরও প্রচার প্রয়োজন: প্রধানমন্ত্রী

পোশাক খাতে ভিয়েতনামকে পেছনে ফেললো বাংলাদেশ


এদিকে নগর পরিকল্পনাবিদ ইকবান হাবি্ব সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে উৎস থেকে বর্জ্যকে পৃথক করার পদ্ধতি আরো আধূনিক করার উপর গুরুত্বারোপ করেন।  বর্জ্য্ থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে জনগনকে সম্পৃক্ত এবং সচেতন করে এ প্রকল্প বাস্তবায়নের দাবি এই নগর পরিকল্পনাবিদের।

news24bd.tv নাজিম