দারুণ শুরুর পর দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দারুণ শুরুর পর দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বড় রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নেমেও চমৎকার শুরু করেছিলো বাংলাদেশ। তবে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার আগেই টপ-অর্ডারের দুই উইকেট হারিয়ে চাপের মুখে টাইগার বাহিনী।

ওপেনার সাইফ হাসানের (২৫) বিদায়ের ১৭ বল পর শূন্য হাতে সাজঘরে ফেরেন শান্ত। তার বিদায়ের পরপরই প্রথম সেশন শেষ হয়।

প্রথম সেশনে ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৯ রান করেছে বাংলাদেশ। ৯৬ বলে ১১ চারে ৭০ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন ওপেনার তামিম ইকবাল। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ৩৯৪ রানে।  

সাদা পোশাকের ক্রিকেটে এটি তার টানা চতুর্থ ফিফটি।

এই সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে দুই টেস্ট সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে তার রান ৯০ ও ৭৪*।


আরও পড়ুনঃ


কলার পুষ্টিগুণ

৩ লাখ ছাড়ানোর নয় দিনের মাথায় ৪ লাখ সংক্রমণে ভারত!

করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে ভয় দেখিয়ে পাওনা টাকা আদায়!

খেলা কি বন্ধ হয়? খেলবো মনে করলেই খেলা হবে: অনুব্রত মন্ডল


এর আগে দিনের শুরুতে তাসকিন আহমেদের আঘাতের পরপরই ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ইনিংসের ১৫৯.২ ওভারে নিজের চতুর্থ শিকার হিসেবে মেন্ডিসকে (৩৩) সাজঘরে ফেরান বাংলাদেশি পেসার। এর পরপরই ইনিংস ঘোষণা দেয় স্বাগতিকেরা।

news24bd.tv / নকিব