খুশকি দূর করবে মাউথওয়াশে

খুশকি দূর করবে মাউথওয়াশে

অনলাইন ডেস্ক

কেবল দাঁত ও মুখের যত্নেই নয়, চুলের খুশকি দূর করতেও লিস্টারিন মাউথওয়াশ যাদুর মতো কাজ করে! সাধারণত মাথার ত্বকের ইষ্ট এর সমস্যার জন্য খুশকির সমস্যা দেখা দেয়। মাউথওয়াশে রয়েছে অ্যান্টি-ফাংগাল উপাদান, যা ইষ্ট প্রতিরোধে সাহায্য করে। তাই খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে জেনে নিন মাউথওয়াশের ব্যবহার সম্পর্কে-

যা যা লাগবে:

এক টেবিল চামচ মাউথ ওয়াশ, নয় টেবিল চামচ পানি।

আরও পড়ুন:


নদীতে ভাসছিলো অজ্ঞাত যুবকের মরদেহ

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

বাগেরহাটে পিকআপের ধাক্কায় ৬ ইজিবাইক যাত্রী নিহত

কে এই অভিষিক্ত শামীম পাটোয়ারী


যেভাবে ব্যবহার করবেন

একটি পাত্রে পানির সঙ্গে মাউথওয়াশ মিশিয়ে নিন।

যে শ্যাম্পু আপনি সবসময় ব্যবহার করেন সেটা দিয়েই চুল ধুয়ে নিন। চুল থেকে অতিরিক্তি পানি ঝরিয়ে নিন। এরপর মাউথওয়াশের পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। কয়েক দিন ব্যবহার করার পর পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক