জামায়াত নেতাদের মুক্তি চাইলেন কর্নেল অলি

জামায়াত নেতাদের মুক্তি চাইলেন কর্নেল অলি

অনলাইন ডেস্ক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ সম্প্রতি গ্রেপ্তার দলটির অন্য নেতাদের মুক্তি দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট, জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।   

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন তিনি।

২০ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, বর্তমানে বাংলাদেশে একদলীয় স্বৈরশাসন কায়েম করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। সব ধরনের অন্যায় অবিচারের পরিণতি কখনো ভালো হয় না।

আরও পড়ুন


সে দিন শ্লীলতাহানির শিকার হয়েছিলেন পরীমণি, অভিযোগপত্রে পুলিশ

সিরিয়া ও রাশিয়া প্রথমবারের মতো এমন মহড়া চালালো

চুটিয়ে প্রেম করছেন পূজা চেরি!

চতুর্থ টি-টোয়েন্টিতে কে খেলবেন, নাঈম নাকি সৌম্য?


তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সাংবিধানিক অধিকার। সরকার অন্যায়ভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলটির প্রবীণ নেতাদের গ্রেপ্তার করেছে। এটি আইন বর্হিভূত কাজ।   

কর্নেল অলি বলেন, নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে ঘরে বসে তাঁদের পার্টির কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছিলেন।

এতে দোষের কিছু নেই। আশা করি সরকার এই সত্যটি উপলব্ধি করে অবিলম্বে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ আটক সবাইকে মুক্তি দেবে।

news24bd.tv এসএম