করোনাকালে দীর্ঘ বিরতি ঝুঁকিতে কোটি শিক্ষার্থীর জীবন

করোনাকালে দীর্ঘ বিরতি ঝুঁকিতে কোটি শিক্ষার্থীর জীবন

Other

করোনাকালে দীর্ঘদিনের শিক্ষা বিরতি ঝুঁকিতে ফেলেছে দেশের কোটি শিক্ষার্থীকে। মানসিক চাপ, হতাশা, আর্থিক সংকটসহ নানা কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  

শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থী ঝরে পড়ার এই সংখ্যা ভোগাবে গোটা দেশকে। যা বড় বাধা হয়ে উঠবে এসডিজি লক্ষ্যমাত্র অর্জনের পথেও।

দীর্ঘ ১৮ মাস পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানের তালা। অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। কিন্তু দীর্ঘ শিক্ষা বিরতিতে ক্ষতির মুখে দেশের কোটি শিক্ষার্থী।  

শিক্ষাক্ষতির সম্মুখীন প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় ৮০ লাখ শিক্ষার্থী।

পিপিআরসি ও বিআইজিডির ধারাবাহিক জরিপে মিলেছে এমন তথ্য। যার কারণ হিসেবে মানসিক চাপ, শিশুশ্রমসহ নানা দিক তুলে ধরা হয়েছে।  

এছাড়া ইউনিসেফ ও ইউনেস্কোর এক প্রতিবেদন অনুযায়ী শিক্ষার ভবিষ্যৎ ঝুঁকিতে দেশের ৩ কোটি ৭০ লাখ শিশু। সমগ্র এশিয়া অঞ্চলে যে সংখ্যা ৮০ কোটি।  

আরও পড়ুন:


তাইওয়ানকে চীনের হাত থেকে রক্ষা করতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র

অভিযুক্ত ইকবালের সঙ্গে ছাত্রলীগ নেতা মিশু-রায়হান-অনিকের পরিচয় যেভাবে

রোহিঙ্গা ক্যাম্পে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আরও বিস্তৃতি বাড়াচ্ছে আইপিএল, আসছে নতুন দল


ঝরে পড়া শিক্ষার্থীর এই সংখ্যা ভাবাচ্ছে বিশেষজ্ঞদেরও। তাদের মতে, করোনা অভিযাতে শিক্ষায় সৃষ্ট ক্ষত মোকাবেলায় শিগগির পদক্ষেপ না নিলে এর প্রভাব হবে সুদূরপ্রসারী।  

news24bd.tv নাজিম